নিজস্ব প্রতিবেদক:- গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য স্বপন আহমেদের আয়োজনে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মাওনা চৌরাস্তার দক্ষিণ পাশে স্বপন আহমেদের নিজ বাড়ি সংলগ্নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু বলেন,দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়ায় আমাদের দেশনেত্রী আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠবেন।তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই।আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে নেতৃত্বের হাল ধরতে পারেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার ও সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী,যুগ্ম আহ্বায়ক এডভোকেট আহসান কবির,পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শাজাহান সজল,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান মোড়ল,জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম সরকার, কাজল বেপারী, পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হকসহ শ্রমিক দল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে,দোয়া শেষে খাবার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫