
মোঃ মোস্তফা মিয়া, টঙ্গী গাজীপুর প্রতিনিধি: দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানী-এর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে এক বিক্ষোভমূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় টঙ্গী প্রেসক্লাব-এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিক সমাজের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধনের সভাপতিত্ব করেন দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি বায়েজিদ হোসেন, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক অলিদুর রহমান।
বক্তারা বলেন, একজন সম্পাদককে হয়রানি করার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদপত্রের মর্যাদা রক্ষা করা সাংবাদিক সমাজের দায়িত্ব। এই দৃষ্টিকোণ থেকে তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং শামসুল হক দুররানীর মুক্তি নিশ্চিত দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুইয়া, সিনিয়র সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল, কালিমুল্লাহ ইকবাল, শাহজাহান শোভন, দৈনিক বর্তমানের টঙ্গী প্রতিনিধি মোস্তাকিম খান টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি আউলাদ হোসেন, দৈনিক খোলা কাগজের টঙ্গী প্রতিনিধি সুজন সারোয়ার, জাগো গাজীপুর-এর নির্বাহী সম্পাদক বদরুল আলম রায়হান, নওরোজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ, নিউজ২১-এর টঙ্গী প্রতিনিধি মোঃ নুরুজ্জামান শেখ, দৈনিক নওরোজ-এর স্টাফ রিপোর্টার হানিফ হোসেন, মাহবুবুর রহমান জিলানী, আনন্দ টেলিভিশনের টঙ্গী প্রতিনিধি রায়হান, বাংলাদেশ সমাচার টঙ্গী প্রতিনিধি পলাশ সরকার, গোলাম কিবরিয়া, মোস্তুফাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



Discussion about this post