
শফিকুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিএনপির গাজীপুর–২ আসনের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় টঙ্গীর এরশাদনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালান বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গণসংযোগে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ মিয়া। তিনি কর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় এলাকার সাধারণ মানুষ নিজেদের সমস্যা, প্রত্যাশা এবং উন্নয়নের নানা চাহিদার কথা নেতাকর্মীদের জানান। গণসংযোগ চলাকালে মো. মিরাজ মিয়া বলেন,মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধানের শীষই মানুষের আশা–ভরসা। বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে জনগণই সবচেয়ে বড় শক্তি। আমরা জনগণের পাশে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। গণসংযোগে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ছাব্বির, টঙ্গী পূর্ব থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক নিজাম তালুকদার, যুবদল নেতা ফয়সাল, স্বেচ্ছাসেবক দল নেতা পারভেজসহ বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের আরও অনেকে।



Discussion about this post