প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ণ
আইলহাস ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা–০১ আসনের এমপি পদপ্রার্থী, জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বুধবার আইলহাস ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। গতকাল রাতে ঘোলদাড়ি, বলেশ্বরপুর ও ছয়ঘরিয়া গ্রামে টানা প্রচারণায় নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি বলেন, “দেশকে অনাচার–অন্যায়ের হাত থেকে মুক্ত করে ন্যায়পরায়ণ ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ার উদ্যোগে আমরা কাজ করছি। জনগণের জান–মালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব।”ঘোলদাড়ি গ্রামে গণসংযোগের সময় প্রার্থী রাসেল ঘরে ঘরে গিয়ে এলাকার মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যা, প্রত্যাশা ও দাবি মনোযোগ দিয়ে শোনেন। প্রচারণাজুড়ে এলাকাবাসীর উল্লেখযোগ্য উপস্থিতি প্রত্যক্ষ করা যায়, যা নির্বাচনী উৎসবের আবহ তৈরি করে। ছয়ঘরিয়া গ্রামে পথসভায় অ্যাডভোকেট রাসেল বলেন—“আপনারা যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, তাহলে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ–ইন্টারনেট সুবিধা ও তরুণদের কর্মসংস্থানে যুগোপযোগী উন্নয়ন করা হবে।”তিনি আরও যোগ করেন—“দারিদ্র্য বিমোচন, নারীর অধিকার সুরক্ষা, নিরাপদ আবাসন এবং আধুনিক কৃষি ব্যবস্থার বিকাশ—এসবই হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার।” দীর্ঘদিনের সামাজিক, মানবিক ও সাংগঠনিক কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি বলেন—“দেশের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে।”গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন—জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম,আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মোঃ মামুন রেজা,আইলহাস ইউনিয়ন আমীর মোঃ লিয়াকত আলী। ইউনিয়ন সেক্রেটারি ও স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী–সমর্থক।গ্রামাঞ্চলের সরব উপস্থিতি ও জনগণের অংশগ্রহণে আইলহাস ইউনিয়নের প্রচারণা কার্যক্রমটি নির্বাচনী অঙ্গনে একটি উল্লেখযোগ্য আলোচনার সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]