
নিজস্ব প্রতিবেদক:-গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান এলাকায় অবস্থিত লতা গ্রুপের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিমের মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় সিলমুন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর। তিনি ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আনোয়ারা বেগম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুমার জানাজা বৃহস্পতিবার বাদ আছর মাজুখান মন্ডল পাড়া পাকুরিয়ার টেক আনোয়ারা বেগম দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত হয়। জানামার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।



Discussion about this post