বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে চারটি এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুকে তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম) আদালতের বিচারক তৌহিদুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ। আদালতে হাজিরের পর তাদের বিরুদ্ধে আরও চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে কড়া পুলিশ প্রহরায় দুই নেতাকে জেলা কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষের আইনজীবী সেলিম উদ্দিন খান জানান, রিয়াজুল ইসলামকে চারটি এবং শরীফ হোসেনকে তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামী রবিবার তাদের জামিন আবেদন দাখিল করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় অন্য একটি মামলায় ডিএমপি পুলিশ রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও শরীফ হোসেনকে গ্রেফতার করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫