প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ২:১০ অপরাহ্ণ
আলমডাঙ্গায় সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার এবং এক যুবককে গ্রেফতারের ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিরাপত্তা বাহিনীর সমন্বিত এ অভিযান দেখিয়েছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আরও বেশি সতর্ক ও সক্রিয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে আলমডাঙ্গা থানাধীন বাবুপাড়া (গোবিন্দপুর মাঠপাড়া) এলাকায় টংঘরঘেরা একটি স্থাপনায় অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর হারদী অস্থায়ী ক্যাম্পের সদস্যরা। ক্যাপ্টেন তোফাজ্জেল হকের নেতৃত্বে সেনা সদস্যদের সঙ্গে অভিযানে অংশ নেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ দল। অভিযানের সময় পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। দ্রুত ও সমন্বিত এ অভিযানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা পালানোর সুযোগ তৈরি হয়নি। অভিযান দল টংঘরটিতে প্রবেশ করেই পায় দেশীয় অস্ত্রের উপস্থিতি। সেখান থেকে উদ্ধার করা হয়— একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল, একটি ভিভো মোবাইল ফোন। এসব আলামত সঙ্গে সঙ্গে জব্দ করে পুলিশ। টংঘরটিতে অবস্থানরত মোঃ লিকন হাসান হিরক (২৬)–কে ঘটনাস্থল থেকে আটক করে সেনা–পুলিশের যৌথ বাহিনী।তিনি মৃত তাঁরাচাদ শেখের পুত্র এবং স্থানীয় বাবুপাড়া (গোবিন্দপুর মাঠপাড়া) এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই বিভিন্ন তথ্য পাওয়া যায়, যা তদন্তে সহায়ক হবে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত আলমডাঙ্গা থানা পুলিশ জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। সেনাবাহিনীর নির্দেশনা অনুযায়ী থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন। স্থানীয়রা বলছেন, রাতের এ অভিযান এলাকায় নিরাপত্তার অনুভূতি বাড়িয়ে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে—নিরাপত্তা বিঘ্নকারী যে কোনো উপাদানের বিরুদ্ধে এমন তৎপরতা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]