
শফিকুল ইসলাম,টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম মঞ্জরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে গণমিছিল করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে টঙ্গীবাজারের সেনা কল্যাণ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে টঙ্গী অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে এসে টঙ্গীবাজার এলাকায় জড়ো হন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
গণমিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম। এছাড়া টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক সেলিম কাজল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ যুবদল–স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরো দাবি করেন, জনগণ ভোট দিতে প্রস্তুত এবং জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি সরকার গঠন করবে —এমন আশাবাদও ব্যক্ত করেন বক্তারা।



Discussion about this post