
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তীব্র শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। শীতের এই কঠিন সময়ে সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে আলমডাঙ্গা পৌরসভা। আজ শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন আলমডাঙ্গা পৌরসভার সম্মানিত প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার।বিতরণ কার্যক্রমে তার সঙ্গে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসু।
শীতবস্ত্র বিতরণের সময় নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান— “সমাজের সকল মানুষের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় দরিদ্র ও অসহায় মানুষের ঘরে। প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে।”দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে অসহায় নারী, শিশু, বৃদ্ধসহ অন্তত কয়েকশ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। কম্বল পেয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেন। স্থানীয় এক বৃদ্ধ জানান—“এই শীতে রাতে ঘুমাতে কষ্ট হয়। আজ কম্বল পেয়ে মনে হলো কেউ আমাদের কথা ভাবে।”সহকারী কমিশনার আশিষ কুমার বসু বলেন “মানুষের সেবায় প্রশাসন সবসময় প্রস্তুত। শীতকালজুড়ে এই সহায়তা আরও বাড়ানো হবে।”
স্থানীয় সমাজকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো বিতরণ কার্যক্রম ছিল আন্তরিকতা ও মানবিকতায় ভরপুর।


Discussion about this post