প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ৩ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১৮তম ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গত ৫ অক্টোবর ২০২৫ তারিখ থেকে চুয়াডাঙ্গা জেলায় নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার কার্যক্রম শুরু হয় এবং এই ব্যাচটি ছিল সর্বশেষ ব্যাচ। এ পর্যন্ত জেলার বিভিন্ন ইউনিট থেকে মোট ৯০০ জন পুলিশ সদস্য এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন।তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে বাস্তব ও কার্যকর ধারণা লাভ করবেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, জনসংযোগ ব্যবস্থাপনা, সংকট মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনের যথাযথ প্রয়োগ বিষয়ে বিশেষ সেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ সুপার বলেন, “এই প্রশিক্ষণ পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও সুদৃঢ় করবে। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দক্ষতা ও দায়িত্ববোধের সঠিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” প্রশিক্ষণার্থীরা জানান, এই কর্মশালার মাধ্যমে তারা নির্বাচনকালীন বাস্তব পরিস্থিতি মোকাবিলায় আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন বলে আশা করছেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচন ঘিরে চুয়াডাঙ্গা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]