
আল আমিন, নাটোর প্রতিনিধি :- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,নির্বাচন বানচাল করতে শেখ হাসিনার নির্দেশে ওসমান হাদিকে হত্যাচেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই এ হত্যাচেষ্টা করা হয়েছে। এ সময় তিনি ওসমান হাদির সুস্থতা কামনা করে সবার কাছে দোয়ার আহ্বান জানান। আজ শনিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি অনুরূপ কর্মসূচি পালন করে। এর অংশ হিসেবে আজ শনিবার সকাল ১১টায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলাইপুর এলাকায় এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। অথচ শেখ হাসিনাসহ পতিত সরকার এই গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে চায়। তাই তারা যে কোনো উপায়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে হাদির ওপর এই হামলা চালানো হয়েছে।’ তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারে ত্বরিত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব,জেলা ছাত্রদলের সভপতি কামরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা ।



Discussion about this post