
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার বিকেলে বেলগাছী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাবেক আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারুলা খাতুন রাবেয়ার বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জয়নাল মন্ডলের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহসভাপতি মাগরিবুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ আলা উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম, বেলগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাঁদ আলী, বিএনপি নেতা মঈনুল ইসলাম, ময়নদ্দিন, ইউনুচ আলী, সিতাব মন্ডল, শওকত খান, হাসানুজ্জামান, মন্টু মিয়া, চিনিরদ্দিন, হুমায়ন আহম্মেদ, আব্দুল খালেক, হায়দার আলী, রিয়াজ উদ্দিন, বাবর আলী, আব্দুল মান্নান, ছমির উদ্দিন, ডা. মনিয়ার, শরিফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন, যুবদল নেতা রহিত, রানা, ক্যাপ্টেন, মনা, হাসান, মিশকাত, সাজ্জাদ, সাদ্দাম খান, বাধন, মিন্টু মিয়া, হাসিবুল, বাদল, নুজহার, আতিয়ার, হাবিবুল, আসুম, ছাত্রদল নেতা ইসরাফিল সবুজ, আশিক, শামিম রেজা সাগর, শামিমসহ আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শত জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। বরং মানুষের পাশে থেকে গণতন্ত্রের পক্ষে অটল থেকেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর উপস্থিতি দেশ ও গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ পরিচালনা করেন ডামোস পুরাতন জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা ইলিয়াস হোসেন ও দোয়া পরিচালনা করেন ডামোস মিলপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শরিয়তুল্লাহ।



Discussion about this post