
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে না ফেরার দেশে চলে গেলেন কাঁটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল মান্নান (মাসুদ মাস্টার)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ এই আকস্মিক মৃত্যুতে শিক্ষা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী একজন আদর্শ শিক্ষক ও মানবিক মানুষকে হারিয়ে বাকরুদ্ধ।পারিবারিক সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও আজ ভোরে তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। মাসুদুল মান্নান কর্মজীবনে কাঁটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা শুধু পেশা নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন তিনি। শিক্ষার্থীদের কাছে ছিলেন অভিভাবকের মতো, সহকর্মীদের কাছে ছিলেন পরামর্শদাতা ও অভিভাবকসুলভ একজন মানুষ।তার মৃত্যুতে বিদ্যালয় পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে। বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় বলা হয়, “এমন একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের আকস্মিক মৃত্যু শিক্ষা সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।”মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার পরিবার-পরিজনকে এই শোক সইবার তৌফিক দান করেন—আমিন।



Discussion about this post