
এস এম লবিব গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি: মহান শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১:০০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তামান্না তাসনীম। আলোচনা সভার পূর্বে সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক ,গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফউল হক ,থানা অফিসার ইনচার্জ ওসি শাহিনুর আলম, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মফিজ উদ্দিন উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা হাবিবুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিউর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা মনি, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রেজাউর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন,উপজেলা আইসিটি কর্মকর্তা নীলুফার ইয়াসমীন,উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মাহফুজ প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তামানা তাসনিম বলেন “আজকের এই দিনে আমরা গভীর বেদনার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছি, যাঁদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতাকে অর্থবহ করেছে। বুদ্ধিজীবীরা জাতিকে মেধাশূন্য করার নীলনকশার শিকার হয়েছিলেন। তাদের আদর্শ ও স্বপ্ন বুকে ধারণ করে একটি প্রগতিশীল ও উন্নত দেশ গড়ার মাধ্যমেই আমরা তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।” উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক বলেন, “বুদ্ধিজীবীরা ছিলেন সমাজের বিবেক। তাঁদের লেখনী, গবেষণা ও কর্ম জাতিকে আলোর পথ দেখিয়েছে। তাদের হত্যাকাণ্ডের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী চেয়েছিল বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু করে দিতে। কিন্তু তাঁদের আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে।” অন্যান্য বক্তারাও শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও দেশের ইতিহাসে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং নতুন প্রজন্মকে তাঁদের ইতিহাস জানাতে উৎসাহিত করেন। এছাড়াও আলোচনা সভা শেষে মোনাজাতের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা, আসন্ন নির্বাচন ঘিরে সকলের সহযোগিতা ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



Discussion about this post