
নুরে আলম সিদ্দিকী:- গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিচালিত ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে নির্ধারিত সময় অনুযায়ী এ ভর্তি পরীক্ষা শুরু হয়।
ভর্তি পরীক্ষায় গাজীপুর মহানগরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শান্ত, সুশৃঙ্খল ও শিশু-বান্ধব পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা কোনো প্রকার চাপ ছাড়াই স্বাচ্ছন্দ্যে প্রশ্নের উত্তর দিতে পারে।
পরীক্ষা শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে জানান, বর্তমান সময়ে এমন সুশৃঙ্খল ও স্বচ্ছ ভর্তি পরীক্ষা বিরল। তারা বলেন, পরিকল্পিত ব্যবস্থাপনা ও শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধানে পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিশু শিক্ষার্থীরাও আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করায় পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণে ও তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ডঃ মুহাম্মদ রুহুল আমিন সরকার (পিএসও, ব্রি), ডঃ এ.বি.এম. আনোয়ার উদ্দিন (পিএসও, ব্রি), ডঃ মোঃ হাফিজার রহমান (এসএসও, ব্রি) এবং ডঃ মোঃ জাহিদুল ইসলাম (এসএসও, ব্রি)। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আনোয়ারুল আজিম, সরকারি হিসাব রক্ষণ কর্মকর্তা, ব্রি।
ভর্তি পরীক্ষা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফাতেমা বেগম সুইটি, সহকারী শিক্ষক এবং জনাব মোঃ বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, যোগ্য ও মেধাবী শিক্ষার্থী বাছাইয়ের লক্ষ্যে সম্পূর্ণ স্বচ্ছতা ও নীতিমালা অনুসরণ করে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হয়েছে।
উল্লেখ্য, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। নতুন শিক্ষাবর্ষেও শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আনন্দঘন শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।



Discussion about this post