
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: শীতকালীন দুর্দশা মোকাবেলায় আলমডাঙ্গা উপজেলার ডাউকি মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। এদিন, ‘ডাউকি মাদ্রাসাতুস সালাম ও এতিমখানা’র শিক্ষার্থীদের মাঝে শীতের কাঁথা, কম্বল, শাল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্য হায়দার আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য শেখ নূর মুহাম্মদ টিপু, সাইদুল ইসলাম বুড্ডু, কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান শুভ, ডা. সানোয়ার হোসেন, মুন্সি হাফিজুর রহমান, মুকুল মুন্সি, আব্দুস সামাদ, ঠান্ডু মিয়া, এম এ কাশেম। অনুষ্ঠানে উপস্থিত সবাই শিক্ষার্থীদের প্রতি দাতব্য ও সামাজিক দায়িত্ববোধের প্রতি আলোকপাত করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এ অঞ্চলের কোঅর্ডিনেটর এবং ডাউকি মাদ্রাসার সভাপতি মুন্সি আবু হাসান শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ ভূমিকা রাখেন।
উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন শীতকালীন সমস্যার সমাধান হয়েছে, তেমনি শিক্ষার্থীরা পেয়েছে একটি মানবিক সহানুভূতির পরিচয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতা বৃদ্ধির গুরুত্বও পুনর্ব্যক্ত হয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ব্যাপক প্রশংসিত হয়ে থাকে, যা অন্যদের জন্যেও একটি অনুপ্রেরণা হয়ে ওঠে। শীতবস্ত্র বিতরণ যেমন শিক্ষার্থীদের উপকারে এসেছে, তেমনি এটি একটি সমাজসেবা হিসেবে স্থান পেয়েছে যা ভবিষ্যতে আরও বড় উদ্যোগের দিকে ইঙ্গিত করে।



Discussion about this post