
স্টাফ রিপোর্টার:- মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া শাখার উদ্যোগে গাজীপুরের কাপাসিয়ায় তিনজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার উওর খামের হাইস্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত প্রার্থী সালাহউদ্দিন আইউবী বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা নায়েবে আমীর মাওলানা সেফাউল হক। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কাপাসিয়া শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি কখনোই ভুলতে পারে না এবং তাদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।



Discussion about this post