
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- প্রকৃতির অপরূপ সৌন্দর্য, জীববৈচিত্র্যের নান্দনিকতা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরতে আলমডাঙ্গায় আয়োজন করা হচ্ছে তিনদিনব্যাপী ব্যতিক্রমধর্মী ছবি প্রদর্শনী “প্রকৃতি রঙ”।আলমডাঙ্গা উপজেলা পরিষদ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা, আলমডাঙ্গা–র যৌথ আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ।প্রদর্শনীর ভেন্যু নির্ধারণ করা হয়েছে আলমডাঙ্গা উপজেলা মুক্তমঞ্চের সামনের প্রাঙ্গণ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। আয়োজক সূত্রে জানা যায়, প্রদর্শনীতে প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও গ্রামীণ জীবনের নান্দনিক মুহূর্তগুলো আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের নির্বাচিত ছবিতে ফুটে উঠবে নদী, মাঠ, বন, পাখি, পশু ও প্রকৃতিনির্ভর মানুষের জীবনচিত্র।এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারী সকল আলোকচিত্রীদের উৎসাহিত করতে ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার সৌজন্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীসহ সকল অংশগ্রহণকারীকে ক্রেস্ট প্রদান করা হবে।আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য শুধু শিল্পের সৌন্দর্য তুলে ধরা নয়, বরং নতুন প্রজন্মকে প্রকৃতির প্রতি সচেতন ও দায়িত্বশীল করে তোলা। প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করাতে আলোকচিত্রকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।আয়োজক কমিটির পক্ষ থেকে আলমডাঙ্গাসহ আশপাশের এলাকার সকল প্রকৃতিপ্রেমী মানুষকে সপরিবারে ও সবান্ধবে এই মনোমুগ্ধকর প্রদর্শনী উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।তাঁরা বলেন,“চলুন, প্রকৃতির সৌন্দর্যকে নতুনভাবে দেখি, নতুনভাবে ভাবি।”



Discussion about this post