প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
চাঁদাবাজ যেই হোক, আমাদের অবস্থান জিরো টলারেন্স : চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নিজেই। মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তকেন্দ্রিক অপরাধ, মাদক ও চোরাচালান, ছিনতাই-ডাকাতি নিয়ন্ত্রণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও সাংবাদিকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সাংবাদিকরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে পুলিশের আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের আহ্বান জানান। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সমাজকে ভালো রাখতে পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছি। সাংবাদিকরা সবসময় পুলিশের বন্ধু হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। রাষ্ট্রের ইতিবাচক কাজগুলো জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিক, পুলিশ ও অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে আমরা একযোগে কাজ করবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার করছি। সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণ চোরাচালানের বিষয়গুলো আমরা বিশেষভাবে নজরে এনেছি। পাশাপাশি জেলায় সক্রিয় ডাকাতদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এসব ডাকাতদের গ্রেপ্তারে আমরা অভিযান জোরদার করবো, যাতে কোনো ধরনের নৈরাজ্যকর ঘটনা ঘটতে না পারে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, চুয়াডাঙ্গা জেলায় কোনো ধরনের মব সৃষ্টি আমরা বরদাস্ত করবো না। যারা মব সৃষ্টি করবে, তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। ডাকাতি, খুন, সন্ত্রাস, চাঁদাবাজ যেই হোক, আমাদের অবস্থান জিরো টলারেন্স। সাংবাদিকদের উদ্দেশে পুলিশ সুপার আরও বলেন, জেলার কোথাও কোনো অপরাধ, বিশৃঙ্খলা বা সন্দেহজনক পরিস্থিতি দেখলে আপনারা আমাদের জানাবেন। আমরা যেন দ্রুত ব্যবস্থা নিতে পারি সে সহযোগিতাই আপনাদের কাছে প্রত্যাশা। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, পুলিশ পরিদর্শক আতিকুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সভা শেষে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চুয়াডাঙ্গাকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]