প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ণ
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান বিজয় দিবস

বশিরুল আলম,চুয়াডাঙ্গা প্রতিনিধি:- যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় আলমডাঙ্গায় পালিত হলো ৫৪ তম মহান বিজয় দিবস। সকাল থেকে দিবসটি ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়। ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সরকারি, বেসরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে সাতটায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করে।এর পর থেকে একে একে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা,আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন কলেজ, স্কুল, প্রতিষ্ঠানসহ নানা পেশাজীবীর মানুষ মুক্তিযুদ্ধে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ত্রিশলক্ষ শহীদের বিনিময়ে ৭১ সালে এইদিনে বীর বাঙালি ছিনিয়ে এনেছিল বিজয়ের লাল সূর্য পতাকা। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পর এদিন আত্মসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে। আর পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার। নির্যাতন, নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি। তাই আজ পরম শ্রদ্ধা আর ভালবাসায় পুরো জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের। যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা কর্মসূচি।
এছাড়া মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]