প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:০১ পূর্বাহ্ণ
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বশিরুল আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে আলমডাঙ্গায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস–২০২৫। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার ) সকাল থেকে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ মঞ্চে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু, কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন, সমবায় অফিসার মো. সাজ্জাদ হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আব্দুর রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ পরিবেশে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান জানানো হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় অহংকার। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় নতুন প্রজন্মকে দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে আগামী প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত চেতনায় গড়ে তুলতে হবে। স্বাধীনতার সুফল ধরে রাখতে হলে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তব জীবনে প্রতিফলন ঘটানো জরুরি। সংবর্ধনা পর্বে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারা তাঁদের যুদ্ধকালীন স্মৃতিচারণ করলে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]