
বিশেষ প্রতিনিধি মোঃ ফজলুল কবির গামা:- মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ‘সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহ’ একটি বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করে। মিছিলে “সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহ” এর সকল সদস্য উপস্থিত ছিলেন। মিছিল শেষে সবাই ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। উক্ত বিজয় মিছিলে ‘সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহ’- এর উপদেষ্টা মোঃ আশরাফুল জামান সম্পাদক দি ক্রাইম রিপোর্ট, সভাপতি মোঃ ফজলুল কবির গামা, সাধারণ সম্পাদক পাপন চৌধুরী, মাজেদ শাহ দি ক্রাইম রিপোর্ট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুবাইদা তাসমিম সেতু, জান্নাতুল ফেরদৌস ঋতু, সাব ইন্সপেক্টর মুরাদুজ্জামান (ডিবি) সহ তার সহকারী পুলিশ ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‘সাংবাদিক প্রেসক্লাব ঝিনাইদহ’- এর সভাপতি মোঃ ফজলুল কবির গামা বলেন,”এই দেশ আমরা পেয়েছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য হলেও আমাদের সকলের উচিত বছরের এই দিনটা তাদের স্মরণ করা।” সেখানে ঝিনাইদহের জেলা প্রশাসক সহ সদর পুলিশের সদস্যরা, আনসার বাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরাও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।



Discussion about this post