
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাতসহ নানা কর্মসূচি পালন করা হয়। আজ মঙ্গলবার ভোরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ ছাড়া জেলা প্রশাসনের আয়োজনে নাটোর রানী ভবনের রাজপ্রাসাদ প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ তুলে ধরা হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরবাসী মহান বিজয় দিবস উদযাপন করে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।



Discussion about this post