মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় শহীদ হাসান চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভসূচনা করা হয়। এ দিবসকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এদিন সকাল ৬টা ৪০ মিনিটে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সকাল সকাল সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। মহান বিজয় দিবসে জেলা শিশু একাডেমী প্রাঙ্গণে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টায় সময় ডিসি সাহিত্য মঞ্চে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সরকারী কলেজের সামনের মুক্তমঞ্চে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের ষ্টলের সমন্বয়ে তিন দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজ বংশী, উপপরিচালক (স্থানীয় সরকার) শারমিন আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম. তারিক উজ জামান প্রমুখ। এদিন বাদ জোহর ও সুবিধাজনক সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় সকল মসজিদ,মন্দির গীর্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত এবং প্রার্থনা করা হয়। এদিন বিকাল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা সরকারী কলেজের সামনের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে সুবিধাজনক সময়ে সিনেমা হল,শহীদ হাসান চত্বর, রেলওয়ে স্টেশনও একাডেমী স্কুল মোড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এ দিন সন্ধ্যা ৭টায় সরকারী কলেজের সামনের মুক্তমঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিতর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়। এ দিবসকে কেন্দ্র করে আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫