
আল আমিন, নাটোর প্রতিনিধি:- মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় বিজয় র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের চলনবিল গেট থেকে এক বিশাল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পূণরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান এর নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সেলিম খান, আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, মীর মো. কুতুবুল আলম, লোকমান হোসেন মজনু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদ, সেক্রেটারী মো. আল-আমিন প্রমুখ।


Discussion about this post