
বশিরুল আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি:- জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১ টায় আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে আলমডাঙ্গা হাই রোড, সোনা পট্টি, মাছ পট্টি, আলতায়েবা মোড় হয়ে ৭১ মোড়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা আমীর শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী ও গাংনী – আসমানখালী সাংগঠনিক থানার আমীর আব্বাস উদ্দিন । র্যালি শুরুর আগে আলমডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে আলমডাঙ্গা জামায়াতের উপজেলা আমীর শফিউল আলম বকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি মাসুদ পারভেজ রাসেল বলেন, ৫৪ বছর দেশ স্বাধীন হলেও দেশের অশানুরূপ উন্নতি চোখে পড়ে নাই। বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে কৃষক থেকে মুটে, কুলি থেকে সমাজের নিম্নশ্রেণী পর্যন্ত সাধারণ মানুষ। কারণ যারা দেশ পরিচালনা করেছেন, তারা দেশের কোন উন্নতি করে নাই, উন্নতি হয়েছে তাদের পরিবারদের। তারা দেশের সম্পদ উন্নয়নে কাজে না লাগিয়ে তাদের পকেট ভর্তি করেছে। তিনি বলেছেন যদি আমি আপনাদের সহযোগিতায় সংসদ সদস্য হতে পারি তাহলে আমি অথবা আমার কোন কর্মী পকেট ভারি করবে না ইনশাল্লাহ।তিনি বলেন আগামীতে যেন কোন দেশদ্রোহী শক্তি স্বাধীনতা প্রিয় ব্যক্তির উপর হামলা করতে না পারে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। অবিলম্বে ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলাকারীদের বিচার করতে হবে। তিনি জেলা বাসীর কাছে আহবান জানান, আগামী নির্বাচনে দেশ প্রেমিক নাগরিককে নির্বাচিত করতে হবে যেন, প্রত্যেক নাগরিক তার দায়িত্ব বুঝে নিতে পারে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, সমাজকল্যাণ সভাপতি আলতাফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইমুদ্দিন হিরোক। এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, পৌর সেক্রেটারি মুসলেম উদ্দিন প্রমুখ।



Discussion about this post