
স্টাফ রিপোর্টার খায়রুল অভি সাভারঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে সাভারে জাতীয় স্মৃতি সৌধস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। তাঁর রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণে আরও দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার তৌফিক কামনা করা হয়।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাবেক সংসদ সদস্য ঢাকা-১৯, সাবেক সভাপতি- ঢাকা জেলা বিএনপি। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ।


Discussion about this post