
গাজীপুর প্রতিনিধি:- গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা মার্কায় মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী আজ বুধবার (১৭ডিসেম্বর) সকালে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডা: তামান্না তাসনীম ও নির্বাচন কমিশনার তামান্না রশিদ এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এ সময় সালাহউদ্দীন আইউবীর সাথে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজমজলিশে সুরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা শামসুল আলম প্রমুখ।



Discussion about this post