প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
আলমডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- তারুণ্যের মেধা, নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বিকাশের লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশন (WAVE FOUNDATION)-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সার্বিক সহযোগিতায় আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে “তারুণ্যের উৎসব–২০২৫”। এ উপলক্ষে কৈশোর কর্মসূচির আওতায় পরিচালিত উপজেলা পর্যায়ের কিশোর-কিশোরী ক্লাবসমূহের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার পান্না আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিভাগের পরিচালক জহির রায়হান, অ্যাডভাইজার আব্দুস শুকুর, যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. মাসুদ পারভেজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ ইকবাল হোসেন মিয়া, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম এবং বিশিষ্ট গল্পকার পিন্টু রহমান। অনুষ্ঠানে ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে কিশোরদের ম্যারাথন দৌড় ও কিশোরীদের সাইকেল রেস অনুষ্ঠিত হয়। পাশাপাশি কিশোর-কিশোরীরা নিজেদের উদ্যোগে আয়োজন করে উন্নয়ন মেলা, যা ছিল উৎসবের অন্যতম আকর্ষণ। উন্নয়ন মেলায় সামাজিক সচেতনতামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে ছিল— নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধ, বাল্যবিবাহের কুফল, মাদক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব, ইভটিজিং প্রতিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম, সজিনাপাতার পুষ্টিগুণ, বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতা। অনুষ্ঠানের একপর্যায়ে সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন— ১) সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, ২) সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রতিবেদনের জন্য মোঃ বশিরুল আলম, ৩) সাংস্কৃতিক ও বিনোদন ব্যক্তিত্ব হিসেবে মোঃ ইকবাল হোসেন মিয়া, ৪) ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে মোঃ সোহাগ আলী। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, বিশেষ অতিথি মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত এবং সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সম্মাননা প্রদান করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কৈশোর কর্মসূচির মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে নেতৃত্ব, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে একটি সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘তারুণ্যের উৎসব–২০২৫’ আলমডাঙ্গায় এক স্মরণীয় আয়োজনে পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]