প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডোবা থেকে অবসরপ্রাপ্ত অফিস সহায়কের লা শ উদ্ধার

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি ডোবার পানির মধ্যে থেকে কামাল উদ্দিন (৭৩) নামের এক অবসরপ্রাপ্ত অফিস সহায়কের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নের দশমীপাড়া এলাকায় একটি ডোবায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটি পরিবারের সদস্যরা কামাল উদ্দিন বলে শনাক্ত করেন। নিহত কামাল উদ্দিন দামুড়হুদা সদর ইউনিয়নের বদনপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে। তিনি একটি সরকারি বিদ্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন এবং কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন। পরিবারের সদস্যদের দাবি, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে তিনি প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ডোবা থেকে মরদেহটি উদ্ধার করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একসময় তিনি ডোবায় পড়ে গিয়ে মারা যেতে পারেন। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]