
স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভা :- সাভারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিরুলিয়া ইউনিয়নে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহমান, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন এবং বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক মোঃ আনোয়ার হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়া এবং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলাল-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


Discussion about this post