
আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন মো. মাহাবুর হোসেন ও সদস্য সচিব হয়েছেন মো. মিজানুর রহমান। নাটোর জেলা এনসিপির আহ্বায়ক মো. আব্দুল মান্নাফ ও সদস্য সচিব প্রফেসর এসএম জার্জিস কাদির বাবু সাক্ষরিত দলীয় প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়। সিংড়া উপজেলা এনসিপির কমিটিতে পদ পেয়েছেন দুই শহীদের পিতা। শহীদ রমজান আলীর পিতা মো. নজরুল ইসলাম পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ ও শহীদ সোহেল রানার পিতা মো. মতলেব হোসেন পেয়েছেন মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক পদ। এছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. আলী হাসান, মো. আনোয়ার হোসেন আলীরাজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোছা: নাছিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন মো. ইমরান হোসেন, মো. আশিক রহমান।



Discussion about this post