
নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা আয়োজন করেছে গাজীপুর মহানগর বিএনপি। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাকে ঐতিহাসিকভাবে বরণ করে নিতে প্রায় ৭০ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক নিয়ে কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়। আজ শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর শহরের গাজীপুর ক্লাব মিলনায়তনে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এতে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং গাজীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম. মনজুরুল করিম রনি।
বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ রয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি ও আশার সঞ্চার করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রস্তুতি সভায় গাজীপুর মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন-ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল, মৎস্যজীবী দলসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মহানগরের প্রতিটি থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানান। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয় এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন-গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ড. শহিদুজ্জামান, সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদি, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, মেট্রো সদর থানা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আব্দুস সালাম, সাবেক সহ-সভাপতি মাহাবুবুল আলম শুক্কুর, যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূইয়া, মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, বিএনপি নেতা আক্তার হোসেন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শফিউদ্দিন, বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন-মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা, কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি মইজউদ্দিন তালুকদার, ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রিমন, মৎস্যজীবী দলের নেতা আবুল কাশেম, মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, যুবদল নেতা ফরহাজ বিন প্রবাল, আসলাম মিয়া, সহ-সভাপতি রহিম মোল্লা, বাসন মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনসুর আহমেদ, বাসন মেট্রো থানা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা জুবায়ের আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।



Discussion about this post