আল আমিন, নাটোর প্রতিনিধি:- প্রথম আলো ও দ্যা ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকগণ।
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে নাটোর শহরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা সংবাদপত্রের কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম স্পিরিট ছিল গণমাধ্যম। শহীদ ওসমান হাদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের ছিলেন না। তিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন। মৃত্যুর কিছুদিন আগেও প্রথম আলো ও ডেইলি স্টার সম্পর্কে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছিলেন। অথচ তার মৃত্যুকে পুঁজি করে একটি গোষ্ঠী দেশের শীর্ষস্থানীয় দুটি পত্রিকার কার্যালয়ে হামলা চালিয়েছে, যা স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বের ওপর চরম হুমকি।
সরকারের ভূমিকার সমালোচনা করে বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বঘোষণা দিয়ে গণমাধ্যমে হামলা চালানো হলেও সরকার কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেনি। হামলার পর সরকারপ্রধানের ক্ষতিগ্রস্ত গণমাধ্যমের পাশে থাকার ঘোষণাকে ‘তামাশা’ হিসেবে অভিহিত করেন তারা।
বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে গণমাধ্যম কার্যালয়ে হামলা হলেও তারা নিশ্চুপ ভূমিকা পালন করেছে। এতে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় এবং হামলার ঘটনায় সরকারের পরোক্ষ সম্পৃক্ততার আশঙ্কাও তৈরি হয়।
বক্তাদের দাবি, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এছাড়া একটি গোষ্ঠী আসন্ন নির্বাচন বানচাল করতেই দেশে এ ধরনের অরাজকতা সৃষ্টি করছে বলে তারা মন্তব্য করেন।
সমাবেশ থেকে সাংবাদিকরা অবিলম্বে প্রথম আলো, ডেইলি স্টারসহ সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।
নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল হক সরকারের এবং সভাপতিত্বে ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ সরকার,সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ,কালেরকণ্ঠ ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, এখন টিভির নাটোর প্রতিনিধি মাহবুব হোসেন,সময় টিভির স্টাফ রিপোর্টর আল মামুন,এন টিভির সিনিয়র রিপোর্টার হালিম খান, ডিবিসি নিউজের নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী,সময়ের আলো'র প্রতিনিধি সুফি সান্টু, দৈনিক এই বাংলা'র নাটোর প্রতিনিধি আল আমিন সহ নাটোরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫