প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ
ক্যান্সার মানেই মৃত্যু নয়—আশার নাম ডা. একরামুল হক জোয়ার্দার

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- ক্যান্সার—একটি নামই বহু মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে দেয়। অনেকের ধারণায় ক্যান্সার মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু সেই ভয় আর ভ্রান্ত ধারণাকে ভেঙে দিয়ে আশার আলো জ্বালিয়ে রেখেছেন চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, দেশসেরা ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. একরামুল হক জোয়ার্দার। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে এবং তাঁর দক্ষতা, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় ক্যান্সারে আক্রান্ত অসংখ্য রোগী আজ সুস্থ জীবনে ফিরে এসেছেন। চিকিৎসাবিজ্ঞানের আধুনিক জ্ঞান ও দীর্ঘ অভিজ্ঞতার সমন্বয়ে তিনি প্রমাণ করেছেন—সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে ক্যান্সারও জয় করা সম্ভব। ডা. একরামুল হক জোয়ার্দার কেবল একজন সফল চিকিৎসকই নন, তিনি একজন মানবিক মানুষ। রোগীর প্রতি তাঁর আচরণ, সময় দেওয়া, মানসিক শক্তি জোগানো এবং চিকিৎসার প্রতিটি ধাপে রোগী ও স্বজনদের পাশে থাকার মানসিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। অর্থনৈতিকভাবে অসচ্ছল রোগীদের ক্ষেত্রেও তাঁর সহানুভূতিশীল ভূমিকা সর্বমহলে প্রশংসিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা তাঁর কাছে চিকিৎসা নিতে আসেন। অনেক ক্ষেত্রেই যেসব রোগী হতাশ হয়ে ফিরে যাওয়ার উপক্রম করেছিলেন, তাঁর চিকিৎসা ও পরামর্শে তারাই নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন। চিকিৎসাকে তিনি কেবল পেশা নয়, মানবসেবার একটি মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। চুয়াডাঙ্গাবাসীর জন্য তিনি গর্বের প্রতীক। তাঁর সাফল্য নতুন প্রজন্মের চিকিৎসকদের অনুপ্রেরণা জোগাচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করছে যে—ক্যান্সার মানেই শেষ নয়। এই মানবিক গুণাবলী সম্পন্ন গুণী মানুষটির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সেবাময় জীবনের জন্য দোয়া ও ভালোবাসা রইল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]