প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৩:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
নাগরী ইউনিয়ন ভূমি অফিস: প্রকাশ্যে ঘুস নেন ভূমি কর্মকর্তা সোলায়মান

নিজস্ব প্রতিবেদক:- গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোলায়মান সরকারের প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি প্রকাশ পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, চলছে সমালোচনা। ফেসবুকে ছড়িয়ে পড়া ঘুসের একটি আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। ভিডিওটিতে দেখা যায়, প্রকাশ্যে অফিসের ভিতরেই একজন সেবা প্রার্থীর কাছ থেকে গুনে গুনে ঘুস নিচ্ছেন ওই কর্মকর্তা, কিন্তু সাংবাদিকের উপস্থিতি টের পরে তিনি ওই ঘুসের টাকা ফেরত দেন। যা ভিডিও ধারণে ধরা পড়ে। তবে এমন ভিডিওটি প্রকাশের পরও প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থাগ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। খোঁজ নিয়ে নিয়ে জানা যায়, সোলায়মান সরকার এর আগে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। সেখানেও তিনি সেবা প্রার্থীদের কাছে থেকে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্যে জড়িত ছিলেন। এরপর তাকে নাগরী ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হলেও ঘুস বাণিজ্যে জড়িয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, নামজারি, খারিজ, দলিল যাচাইসহ ভূমি অফিসের প্রায় সব কাজেই ঘুষ ছাড়া কোনো ফাইল এগোয় না। মন মতো ঘুষ না পেলে মানুষকে রিপোর্ট দিতে কালক্ষেপণ ও হয়রানি করেন। অফিসের দালাল ইলিয়াসের মাধ্যমেও লেনদেন করেন সোলায়মান সরকার। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দুর্নীতিবাজ কর্মকর্তা সোলায়মান সরকারের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, যাতে অন্যরা সতর্ক হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমি সেবা নিতে আসা সাধারণ জনগণের কাছ থেকে নিয়মিত ঘুষ আদায় করেন সোলায়মান সরকার। নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা (খসড়া) তোলাসহ ভূমি সংক্রান্ত সকল কাজে সরকার নির্ধারিত অর্থের বাইরেও বাড়তি টাকা নেন তিনি। তার সঙ্গে চুক্তি ছাড়া কোন কাজ সম্পন্ন করা হচ্ছে না। চুক্তি অনুযায়ী টাকা না দিলে নির্ধারিত সময়ের মধ্যে নাগরী ইউনিয়ন ভূমি অফিসে কোন সেবা পাচ্ছে না সেবা গ্রহীতারা। বাড়তি টাকা আদায়ের বাইরেও গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির বিস্তর অভিযোগ রয়েছে সোলায়মান সরকারের বিরুদ্ধে। সব জেনেও সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে কোন ধরণের কার্যকরি পদক্ষেপ নেই বলেও জানিয়েছেন সেবাগ্রহীতারা। নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি অফিসের কয়েকজন কর্মচারী জানান, সোলায়মান সরকার যোগদানের পর থেকেই সেবাপ্রার্থীদের খাজনা-নামজারি, ভূমি সংক্রান্ত কাগজপত্র দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে এবং অনিয়মকে নিয়মে পরিণত করতেই নিয়মিত ঘুস বাণিজ্য পরিচালনা করেন নিজ অফিসে বসেই। তার হাত অনেক লম্বা। তার ভয়ে কেউ মুখ খুলতে চায় না। ভিডিওটির ঘুস লেনদেনের সত্যতার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোলায়মান সরকার এ প্রতিবেদকের সাথে কোন সদোত্তর না দিয়ে উল্টো অসদাচরণ করেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, বিষয়টি আপনার কাছ থেকে শুনলাম, যদি এধরণের কোন ঘটনা ঘটে থাকে, তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]