
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বড়গাংনী গ্রামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতরাতে নিমতলা গ্রামের বটতলা মোড় থেকে ৬ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা উপজেলার বড়গাংনীর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ইব্রাহীম আলী(২৯) ও একই গ্রামের বাদল রশীদের ছেলে দিপু(১৯)। জানাগেছে, ইব্রাহীম ও দিপু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রয় করে আসছে। তার এলাকায় ঘুরে ঘুরে ইয়াবা ও ট্যাপেন্টাডল বিক্রয় করে। ২০ ডিসেম্বর রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালায়। নিমতলা গ্রামের বটতলা থেকে তাদের দুজনকে আটক করে। পরে তাদেরকে তল্লাশি করে তাদের নিকট থেকে ৬ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।



Discussion about this post