কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় চাঁদাবাজি, তথ্য সন্ত্রাস এবং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দাপট দেখানো শেখ শফিউদ্দিন আহমেদ জিন্নাহর বিচার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী।
আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের কুড়েরপাড় ঈদগাহ মাঠে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও স্থানীয় যুবদল নেতৃবৃন্দ শফিউদ্দিন জিন্নাহর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।
বক্তারা বলেন, জিন্নাহ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছেন। শীতলক্ষ্যা’ নামে একটি অনুমোদনহীন ফেসবুক পেজ খুলে তিনি বিভিন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ও মানহানিকর তথ্য ছড়িয়ে আসছেন। দাবি করা টাকা না দিলেই তিনি ফেসবুকে অপপ্রচার চালান বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বক্তারা আরও বলেন, জিন্নাহ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দালালি ও দুর্নীতির মাধ্যমে সুবিধা নিয়েছেন। বর্তমানে তিনি খোলস পাল্টে বিএনপিতে ভিড়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।
স্থানীয় ভুক্তভোগী মনসুর আহমেদ বুলবুল বলেন, শফিউদ্দিন জিন্নাহ বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে স্থানীয় এমপি সিমিন হোসেন রিমি ও কাপাসিয়া উপজেলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেন প্রধানের সঙ্গে মিলে নানা অপকর্ম করেছেন এবং বিএনপি যুবদল নেতাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়েছেন। একটি পারিবারিক ঘটনাকে তিনি যুবদলের ওপর চাপিয়ে দিয়ে যুবদলের সুনাম ক্ষুন্ন করেছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সনমানিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম শিপন বলেন , ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসর শেখ শফিউদ্দিন জিনা নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও প্রকৃতপক্ষে কোন পত্রিকায় কাজ করে বলে আমাদের জানা নাই, তার এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়, গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার গাজীপুরকে লিখিত অভিযোগ দায়ের করেছি, অভিযোগটি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
যুবদল নেতা মোঃ আল আমিন বলেন, সাংবাদিকের কাজ তথ্য সংগ্রহ করা কিন্তু শেখ শফিউদ্দিন জিন্নাহ আমাদের এলাকায় এসে একটি নিউজ করার জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন সেই টাকা না দেয়ায় আমাদের নামে ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়, শুধু তাই নয় থানা পুলিশকেও ব্যবহার করে অপকর্ম চালিয়ে যাচ্ছে। সাংবাদিকরা জাতির বিবেক সাংবাদিকদের আমরা সম্মান করি কিন্তু তিনি সাংবাদিকতার নাম পরিচয় ব্যবহার করে এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে এটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তিও গ্রেফতারের দাবী জানাচ্ছি।
তিনি আরও বলেন, "শীতলক্ষ্যা নামে কোনো বৈধ পোর্টালের অস্তিত্ব নেই। এটি নারায়ণগঞ্জের একটি সংবাদপত্রের নাম নকল করে চালানো হচ্ছে। আজ আমরা আদালতের শরণাপন্ন হবো এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করব।" উপস্থিত এলাকাবাসী অবিলম্বে এই ‘তথ্য সন্ত্রাসী’ ও ‘ভুয়া সাংবাদিক’ জিন্নাহকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, অথচ জিন্নাহর মতো কিছু অপেশাদার ব্যক্তির কারণে পুরো সাংবাদিক সমাজের বদনাম হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫