
বালাদুল আমিন: চুয়াডাঙ্গা জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবননগর) আসনের বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাহমুদ হাসান খান বাবু বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশের জন্য সঠিক নেতৃত্ব উঠে আসবে।
তিনি আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে চুয়াডাঙ্গা-২ আসনের দীর্ঘদিনের অবহেলিত জনপদের সার্বিক উন্নয়নে তিনি অগ্রাধিকার দেবেন। বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, সড়ক অবকাঠামো, কৃষি ও ক্রীড়া ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়নের পরিকল্পনা রয়েছে তার। দামুড়হুদা ও জীবননগর উপজেলা উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বাবু বলেন, জনগণের সিদ্ধান্তেই চুয়াডাঙ্গা-২ আসনে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। আমি নির্বাচিত হলে এ আসনকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ সংসদীয় আসনে পরিণত করতে সর্বাত্মক ভূমিকা রাখব। সংবাদিকরা তাকে এই অঞ্চলের বেকার সমস্যা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমি বর্তমানে বিজিএমইএ সভাপতি এবং জেলা বিএনপির সভাপতি জনগন আমাকে চুয়াডাঙ্গা-২ আসন থেকে নির্বাচিত করলে আমি বেকার সমস্যা সমাধানের জন্য এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যাপকভাবে কাজ করবো। সংবাদিকদের তিনি বলেন আমি নির্বাচিত হলে এবং আমার দল সরকার গঠন করলে চুয়াডাঙ্গা একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন ,জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক সমিতির সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দৈনিক আমাদের সংবাদ এর সম্পাদক রুহুল আমিন রতন, দৈনিক পশ্চিমাঞ্চল এর সম্পাদক আজাদ মালিথা, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



Discussion about this post