
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গায় সবুজ ব্যবসায়িক আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। শহরের মালোপাড়ায় ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে সোমবার দিনব্যাপি এ অনুষ্ঠান হয়। জেলার যুব উদ্যোক্তাদের উন্নয়নে ‘ইয়ুথ গ্রিণ এন্টারপ্রেণারশিপ ডেভেলপমেন্ট প্রকল্পে’র আওতায় সবুজ ব্যবসায়িক আইডিয়া বাস্তবায়নকারী উদ্যোক্তাদের নিয়ে এ অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের উদ্ভাবিত সবুজ ব্যবসায়িক আইডিয়া ও পণ্য উপস্থাপন করেন এবং পণ্যের গুণগত মান ও প্রস্তুতপ্রণালী বর্ণনা করেন। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ ও ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। বিচারকগণ উপস্থাপিত প্রকল্পগুলোর গুরুত্ব ও কার্যকারিতা যাচাই করেন। এ সময় আয়োজকরা বলেন, উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আমন্ত্রিত অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের পরিবেশবান্ধব এসব উদ্যোগ আগামী দিনে একটি টেকসই বাংলাদেশ গড়তে সহায়ক হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. শরিফুল আলম লিটন, প্রকল্প কর্মকর্তা মাহবুব হোসেন আবির, কানিজ সুলতানা এবং জিল্লুর রহমান রাজা।



Discussion about this post