প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ২:০৬ অপরাহ্ণ
আলমডাঙ্গা থানার বিশেষ অভিযানে নাশকতা মামলার এক আসামি গ্রেফতার

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।থানা এলাকায় বিশেষ অভিযানে এসআই (নিঃ) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স তদন্তে প্রাপ্ত আসামি গ্রাম- গড়গড়ি, পিতা- মৃত দাউদ আলী মন্ডল, নাম- মোঃ আজিবর রহমান (৫১)-কে গ্রেফতার করা হয়। তিনি আলমডাঙ্গা উপজেলার ৭নং জেহালা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। পুলিশ সূত্রে জানা যায়, আসামি সংশ্লিষ্ট মামলায় পেনাল কোডের ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৪২৭/ ৩৭৯/ ৫০৬/১১৪/৩৪ ধারাসহ Explosive Substances Act, 1908 এর ৩/৪/৬ ধারায় অভিযুক্ত। গ্রেফতারকৃত আসামিকে গড়গড়ি এলাকা থেকে আটক করে ২২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]