নিজস্ব প্রতিবেদক : টঙ্গী শিল্পাঞ্চলের তিলারগাতি এলাকায় এক কারখানায় হঠাৎ ৪০/৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়ার তিলারগাতি এলাকায় কনসেপ্ট নিটিং লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কনসেপ্ট নিটিং লিমিটেড কারখানার তৃতীয় তলায় হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এই খবরে আরো শ্রমিক অসুস্থ হয়ে পড়লে পর্যায়ক্রমে ৪০/৫০ জনকে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হসপিটালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের ধারণা, শ্রমিকরা প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছে। অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেন। কনসেপ্ট নিটিং লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদুর রহমান বলেন, প্যানিক অ্যাটাকে ৩০/৩৫ জন শ্রমিক অসুস্থ হয়েছে। আজ কারখানা ছুটি দেওয়া হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান বলেন, কনসেপ্ট গার্মেন্টে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে। তবে কেন অসুস্থ হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫