প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
আলমডাঙ্গায় যৌথ অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, পলাতক অভিযুক্ত

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এই অভিযান পরিচালিত হয়। হারদী আর্মি ক্যাম্প থেকে পরিচালিত যৌথ অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি)। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি দল এবং আলমডাঙ্গা থানা পুলিশের সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার বেলগাছি গ্রামের বাসিন্দা রায়হান জোয়াদ্দারের ছেলে শামীম রেজা (৩৫)-এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার বসতবাড়ি থেকে একটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হলেও অভিযানের খবর পেয়ে শামীম রেজা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের পর এলাকায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মাঝে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]