প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৯:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় অজ্ঞান পার্টির ফাঁদ পাখিভ্যান হারিয়ে পথে পড়ে ছিলেন জাহারুল ইসলাম

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জাহারুল ইসলাম (৫৭) নামের এক ব্যক্তি তাঁর জীবিকার একমাত্র অবলম্বন পাখিভ্যান হারিয়েছেন। পাখিভ্যান হারিয়ে অসুস্থ অবস্থায় তাঁকে হাটবোয়ালিয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি চায়ের দোকানের পাশের রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। ভুক্তভোগী জাহারুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের বাসেদ মীরের ছেলে এবং দীর্ঘদিন ধরে পাখিভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও জাহারুল ইসলাম পাখিভ্যান নিয়ে ভাড়ায় বের হন। পথে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কৌশলে তাঁর সঙ্গে সখ্যতা গড়ে তোলে। কথা বলার একপর্যায়ে তাঁকে চেতনানাশকজাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে ফেলা হয় বলে ধারণা করা হচ্ছে। পরে ওই চক্রটি তাঁর পাখিভ্যান নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়ে। বিকেলে পথচারীরা তাঁকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানালে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যদের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানান, হাটবোয়ালিয়া ও আশপাশের এলাকায় সম্প্রতি অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে বলে শোনা যাচ্ছে। তারা দ্রুত এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। পাখিভ্যানটি উদ্ধার ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]