প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
নাটোরের লালপুরে ঘুড়তে নিয়ে গিয়ে প্রাক্তন স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ-স্বামী আটক

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের লালপুরে ঘুড়তে নিয়ে গিয়ে প্রাক্তন স্ত্রী তাম্মি আক্তারকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামী রবিন হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রাক্তন স্বামীকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘাতক স্বামী রবিন হোসেন সেনাবাহিনীর সদস্য বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা শোভদিদারপাড়া (ইউএনও পার্ক সংলগ্ন) রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে এবং ঘাতক রবিন হোসেন চন্ডিগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]