প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৫:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৬:১৫ পূর্বাহ্ণ
খোরদ গ্রাম থেকে চুরি হওয়া পাখিভ্যান উদ্ধার চার চোর গ্রেপ্তার, পুলিশের প্রযুক্তিনির্ভর অভিযানে সাফল্য

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রাম থেকে চুরি হওয়া একটি ব্যাটারি চালিত পাখিভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে শনিবার (বিকাল ৪টা) কুষ্টিয়া জেলার বটতৈল এলাকা থেকে চুরি যাওয়া পাখিভ্যানসহ আসামিদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—১) মোঃ উকিল (৪৫), পিতা: মোঃ সানোয়ার হোসেন, সাং: খোরদ, থানা: আলমডাঙ্গা, জেলা: চুয়াডাঙ্গা। ২) মোঃ রেন্টু ইসলাম (৩০), পিতা: হানিফ সর্দার, সাং: রানা খুরিয়া (কদমতলা), থানা: মিরপুর, জেলা: কুষ্টিয়া। ৩) মোঃ ইসমাইল হোসেন (৩০), পিতা: মোঃ আব্বাস আলী। ৪) মোঃ সবুজ হোসেন (২৬), পিতা: মোঃ আলী হোসেন। শেষোক্ত দুইজনের সাং: বটতৈল, থানা ও জেলা: কুষ্টিয়া। পুলিশ সূত্রে জানা যায়, গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে খোরদ গ্রামের উব্বাদ আলীর ছেলে পাখিভ্যান চালক মোঃ মিলন আলী (৩৮)-এর বসতবাড়ির রান্নাঘরে প্রবেশ করে চোরচক্র তালা ভেঙে ব্যাটারি চালিত পাখিভ্যানটি চুরি করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী মিলন আলী আলমডাঙ্গা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে আলমডাঙ্গা থানায় মামলা নং–১৯, তারিখ–২৭/১২/২০২৫ খ্রি., ধারা–৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইলের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমানসহ হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে কুষ্টিয়ার বটতৈল এলাকায় নাইম ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে চুরি হওয়া পাখিভ্যানসহ চারজন আসামিকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত পাখিভ্যানটি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা পুলিশের এই দ্রুত ও কার্যকর অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকায় চুরি-ছিনতাই রোধে এমন তৎপরতা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]