প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৬:৫১ পূর্বাহ্ণ
সাভারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি রোগ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভার সাভারে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি রোগ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাভারের আনন্দপুর, গেন্ডা এলাকায় অবস্থিত সিমা জেনারেল হাসপাতাল ও সিমা ট্রমা সেন্টারে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা শতবর্ষী দৃষ্টি (Dhaka Century Vision Lions Club)-এর উদ্যোগে এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট বাংলাদেশের তত্ত্বাবধানে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা, ছানি রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সেন্টেনিয়াল ভিশন এর ফাউন্ডার প্রেসিডেন্ট ও ক্লাব ডাইরেক্টর মোঃ আক্কাস আলী মাদবর ও প্রেসিডেন্ট (২০২৫-২৬) লায়ন মোহাম্মদ মাহফুজ উল হক, সেক্রেটারি মোঃ বোরহান উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ তুষার কর্মকার (মেডিকেল অফিসার), মোঃ মেহেদী হাসান সহ- লায়ন্স আই ইনস্টিটিউট হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা। এসময় লায়ন মোহাম্মদ মাহফুজ উল হক বলেন, “প্রতিবছরের ন্যায় এ বছরও সাভারের সীমা জেনারেল হাসপাতালে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি রক্ষায় লায়ন্স ক্লাব সবসময় মানবিক দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সেন্টেনিয়াল ভিশন এর প্রেসিডেন্ট ও ক্লাব ডাইরেক্টর মোঃ আক্কাস আলী মাদবর বলেন, “চোখ মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক চিকিৎসা সেবা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরামর্শ সেবা গ্রহণ করেন। এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]