বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
সোমবার দুপুরে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম জমা দেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা মো. শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা জেলা বিএনপির একজন পরিচিত ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। সাংগঠনিক দক্ষতা ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন বাস্তবায়নে শরীফুজ্জামান শরীফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
স্থানীয় বিএনপি নেতারা মনে করেন, চুয়াডাঙ্গা-১ আসনে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে শরীফুজ্জামান শরীফ একজন যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব। মনোনয়ন প্রাপ্ত হলে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচনী রাজনীতিতে নতুন করে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫