প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
খণ্ডিত বক্তব্য প্রচারের প্রতিবাদে আলমডাঙ্গা পৌর বিএনপির সংবাদ সম্মেলন

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্য বিকৃত করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ওল্টু।গত শনিবার (২৬ ডিসেম্বর ২০২৫) আলমডাঙ্গায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি ফেসবুক, ইউটিউব চ্যানেল এবং কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে তার একটি বক্তব্য আংশিকভাবে কেটে এডিট করে একটি বিশেষ রাজনৈতিক দল রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে প্রচার করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।তিনি জানান, ২৬ ডিসেম্বর ডাউকী ইউনিয়নের হাউসপুর মোড়ে দলের একটি ছোট কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিএনপির ভেতরেরই একটি গ্রুপের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, “একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে। মোঃ শরীফুজ্জামান শরীফের প্রতি কেন্দ্রীয় বিএনপির আস্থা থাকায় চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রতীক তার হাতে তুলে দেওয়া হয়েছে। তোমরা যদি ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দাও, তাহলে ইনশাল্লাহ শরীফ এমপি নির্বাচিত হবে।”সংবাদ সম্মেলনে মোঃ জিল্লুর রহমান ওল্টু অভিযোগ করেন, তার এই বক্তব্যের অংশবিশেষ কেটে ভিন্ন অর্থ দাঁড় করিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “এটি স্পষ্টভাবে রাজনৈতিক ষড়যন্ত্র এবং জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা।”তিনি আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল বিভিন্ন সময় নানা অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু থেকেই গণতন্ত্র ও অবাধ, সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। বিএনপির আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ অসংখ্য নেতা-কর্মী গুম, খুন, হামলা ও মামলার শিকার হয়েছেন। এরপরও বিএনপির আন্দোলন থেমে থাকেনি। তিনি দাবি করেন, দেশের ইতিহাসে যতবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি মহল এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলন থেকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং ভবিষ্যতে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়। পরিশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের জনগণ অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোঃ শরীফুজ্জামান শরীফকে এমপি হিসেবে নির্বাচিত করবেন—ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]