প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৪:০০ অপরাহ্ণ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত জরিমানা

মোঃ ফজলুল কবির গামা:- ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। (২৯ ডিসেম্বর ) সোমবার কোটচাঁদপুর পৌর শহরের মেইন বাজারে বিভিন্ন মুদি দোকান, খাবার হোটেল ও স্বর্ণের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ জন দোকান মালিককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দীপক রায়কে ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৩ হাজার টাকা, হারান দত্তকে একই আইনে ২ হাজার টাকা, চৌধুরী জুয়ের্লাসকে অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ধারা ১২ ভঙ্গে ১ হাজার টাকা, মায়া মিষ্টান্ন ভান্ডারকে- বাংলাদেশ হোটেল ও রোস্তরা আইন ২০১৪ এর ধারা ১৯ ভঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সোহেল রানা। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ আইন শৃঙ্খলা রার দায়িত্বে নিয়োজিত মডেল থানা পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]